বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করা হবে

------- এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের আওতাধীন প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে হবে। গতকাল সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সব সিটি করপোরেশনের সরাসরি বাস্তবায়নাধীন ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির ওপর পর্যালোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী। মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক। সভায় মোট ৪৬টি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। যার মধ্যে ৩১টি চলমান প্রকল্প ও ১৫টি নতুন প্রকল্প।

সর্বশেষ খবর