শিরোনাম
বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ভোট

৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় পদধারী মেয়র পদপ্রার্থীকে বহিষ্কার করেছে বিএনপি। গতকাল প্রথম ধাপে এমন দলীয় পদধারী ৯ জন প্রার্থীকে বহিষ্কার করা হয় বলে বিএনপি কার্যালয়ের দফতর শাখা থেকে জানানো হয়। তারা হলেন- পঞ্চগড়ের  আবু দাউদ প্রধান, পিরোজপুরের  কাফি চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা ইয়াসমিন পপি, দক্ষিণ সুনামগঞ্জের ফারুক আহমেদ,  আনিসুল হক, কামাল পারভেজ (সাজন), মদিনা আক্তার, বিশ্বম্ভরপুর উপজেলার আয়েশা আক্তার এবং  হারুনুর রশিদ দুলাল। তাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ মজিদ। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংশ্লিষ্ট নেতাকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাে  জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।’ সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জেলা সভাপতি/সাধারণ সম্পাদক এবং উপজেলা সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে বহিষ্কারের চিঠি পাঠানো হয়।

সর্বশেষ খবর