বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পুরান ঢাকার ঠিকানায় কেমিক্যাল আমদানি নয়

---------- এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, পুরান ঢাকার ঠিকানায় কেমিক্যাল আমদানি বন্ধ করতে পারে এনবিআর। এ বিষয়ে সরকার নির্দেশনা প্রদান করলে কেমিক্যাল আমদানি বন্ধ করা হবে। একই সঙ্গে ব্যাংকগুলোকেও পুরান ঢাকার ঠিকানায় কেমিক্যাল ব্যবসাপ্রতিষ্ঠানের ঋণপত্র বা এলসি খোলা বন্ধ করতে হবে। কারণ, ব্যাংকগুলো ওই ঠিকানায় এলসি বন্ধ করলে এবং এনবিআর আমদানির অনুমোদন না দিলে কেমিক্যাল ব্যবসায়ীরা সরে যেতে বাধ্য হবেন।

গতকাল সেগুনবাগিচার রাজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন এনবিআর চেয়ারম্যান। অনুষ্ঠানে এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সেরা ভ্যাটদাতা ১০ প্রতিষ্ঠানকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন এনবিআর চেয়ারম্যান। আরও বক্তব্য দেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) জ্যেষ্ঠ সহসভাপতি শেখ ফজলে ফাহিম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, এনবিআর সদস্য শাহনাজ পারভীন, ঢাকা পশ্চিম ভ্যাটের কমিশনার ড. মইনুল খান প্রমুখ।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আমি শিল্প মন্ত্রণালয়ের সচিব থাকাকালে পুরান ঢাকার কেমিক্যাল গুদাম সরাতে মুন্সীগঞ্জে একটি শিল্পনগরী করার সিদ্ধান্ত হয়েছিল। বিসিকের উদ্যোগে সেখানে শিল্পনগরীর প্লট তৈরির প্রক্রিয়া চলছে।’

চকবাজারে কেমিক্যাল গুদামে আগুন লাগার ঘটনাকে হৃদয়বিদারক উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘পুরান ঢাকায় এর আগেও নানা ঘটনা ঘটেছে। এবার ৭০ জনের ওপরে মারা গেছেন। আহত হয়েছেন অনেক। এর মধ্যে আরও কেউ মারা যাবেন না, তাও বলা যাবে না। সরকার যদি সিদ্ধান্ত নেয় পুরান ঢাকার কোনো ঠিকানায় কেমিক্যাল আমদানি হবে না, তাহলে তাতে দ্রুত কাজ হবে। আমরাও বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করছি। আশা করছি দ্রুতই একটা সমাধানে পৌঁছতে পারব।’

সর্বশেষ খবর