abcdefg
news || Bangladesh Pratidin

শিরোনাম
আইইবির ৫৯তম কনভেনশন আজ আইইবির ৫৯তম কনভেনশন আজ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-আইইবির ৫৯তম কনভেনশন শুরু হচ্ছে আজ। রাজধানীর রমনায় বিকাল ৪টায় এ কনভেনশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী সোমবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল রাজধানীর রমনায় আইইবির সদর দফতরের কাউন্সিলর হলে এক সংবাদ সম্মেলনে আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আইইবির সভাপতি প্রকৌশলী মো. আবদুস সবুর।   সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের মধ্যে মো. নুরুজ্জামান, মো. মনজুরুল হক মঞ্জু, এম এন সিদ্দিক, মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, নজরুল ইসলাম, কাজী খায়রুল বাশার, আবুল কালাম হাজারী, মামুনুর রশিদ এবং আইইবির ঢাকা সেন্টারের চেয়ারম্যান ওয়ালিউল্লাহ সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর