বুধবার, ৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা
আন্তর্জাতিক নারী দিবস

কর্মসূচি শুরু আজ থেকে

নিজস্ব প্রতিবেদক

‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে শুরু হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস-২০১৯-এর কার্যক্রম। ৮ মার্চ সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও দিবসটি উদযাপিত হবে। দিবসটি উপলক্ষে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ মার্চ শ্রেষ্ঠ পাঁচজন জয়ীতাকে পুরষ্কৃত করবেন। ৮ ও ৯ মার্চ নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হবে।  

আজ ঢাকায় এ উপলক্ষে নারীর সুরক্ষা, নারীর ক্ষমতায়ন ও বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জন্য মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। জাতীয় প্রেস ক্লাব এবং জেলা-উপজেলা সদরে বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠনের পক্ষে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। আজ সকালে ঢাকায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর