মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

উড়োজাহাজকে ধাক্কা দিয়ে উড়ল বিমান

মধ্য আকাশ থেকে শাহজালালে ফেরত

নিজস্ব প্রতিবেদক

রানওয়েতে পার্ক করে রাখা ইউএস-বাংলার একটি উড়োজাহাজকে ধাক্কা দিয়ে আকাশে উড়ল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। বিষয়টি জানাজানি হলে আতঙ্কিত হয়ে পড়েন বিমান কর্মকর্তারা। টাওয়ারের মাধ্যমে এক ঘণ্টা পর ফেরত আনা হয় রিয়াদগামী যাত্রীবাহী বিমানের সেই উড়োজাহাজটিকে। রবিবার দিবাগত রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে। পরীক্ষা-নিরীক্ষার পর ভোর সাড়ে ৫টায় যাত্রী নিয়ে রিয়াদ যাত্রা করে উড়োজাহাজটি। এ ঘটনায় বিমানের উড়োজাহাজের ক্ষতি না হলেও দুর্ঘটনার শিকার ইউএস-বাংলা এয়ারলাইনসের ড্যাস-৮ উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘এ ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং-৭৭৭ উড়োজাহাজটি উড্ডয়ন করে। কিন্তু পরে বিষয়টি জানা হয়ে গেলে সেটিকে আবার শাহজালালে নামিয়ে আনে এয়ার কন্ট্রোল টাওয়ার (এটিসি)। উড়োজাহাজটি তখন ভারতের আকাশ পাড়ি দিচ্ছিল। পরে উড়োজাহাজটি যাত্রী নিয়ে রিয়াদ যাত্রা করে। ক্ষতিগ্রস্ত ইউএস-বাংলার উড়োজাহাজটিকে বিমানের হ্যাঙ্গারে এনে মেরামত করে দেওয়া হয়েছে।’ ইউএস-বাংলা এয়ারলাইনসের মুখপাত্র জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ‘রানওয়ের পার্কিং বে-তে ছিল ইউএস-বাংলার ড্যাস-৮ এজিএক্স।

 বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ পেছন দিকে চলার সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজের উইংয়ে আঘাত করে। এতে সেটি ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে গতকাল সকাল থেকে এয়ারক্রাফটটিকে অপারেশনের বাইরে নিয়ে মেরামতের কাজ করা হচ্ছে।’ বিমানের অপারেশন কর্মকর্তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি পরিদর্শন করেছেন।

সর্বশেষ খবর