বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

৬০০ গ্লাস কপালে রেখে বিশ্ব রেকর্ড কনক কর্মকারের

নোয়াখালী প্রতিনিধি

স্বপ্ন যদি হয় ইতিবাচক, আর সে স্বপ্ন বাস্তবায়নে যদি থাকে অদম্য ইচ্ছাশক্তি আর মনোবল, তবে তা সফল হয়ে ধরা দেবেই- এমনটাই প্রমাণ করলেন নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা কনক কর্মকার। ৬০০ গ্লাস কপালে রেখে বিশ্ব রেকর্ড করেছেন তিনি। কনকের জন্ম কুমিল্লা জেলার মুদাপ্পরগঞ্জের দৌলতপুর গ্রামে। কিন্তু শিশুকালেই তিনি বাবা-মায়ের সঙ্গে চলে আসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গনিপুর গ্রামে। দুই ভাই বোনের মধ্যে তিনিই বড়। বাবা প্রবাসী হওয়ার কারণে এখানে মামা ও আত্মীয়-স্বজনের তত্ত্বাবধানে পড়ালেখা শুরু তার। প্রাথমিকের গি তে পা রাখার পর পরই তার মধ্যে তৈরি হয় খেলাধুলার আগ্রহ। চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের গি  পেরিয়ে এখন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার টেকনোলজির তৃতীয় বর্ষের ছাত্র কনক।ছোটবেলা থেকে কনকের ইচ্ছা নিজের পরিচয়ে বড় হওয়া। দেশের জন্য কিছু করা। নিজের মাঝে আবিষ্কার করলেন ব্যালেন্সিং ভালো পারেন তিনি। শুরু করেন সাধনা। চালিয়ে যান অনুশীলন। প্রথম দিকে ফুটবল নিয়ে অনুশীলন করেন। মাথায়, কপালে, কলমের ডগায় অনেক সময় ধরে রাখতে পারেন ফুটবল। ফুটবল নিয়ে রেকর্ড করার ইচ্ছা থকলেও ফুটবলের কোন দিক নিয়ে রেকর্ড গড়বেন তা জানা ছিল না তার। এরপর শুরু করেন কপালে গ্লাস রেখে রেকর্ড গড়ার কাজ। অবশেষে সফলতা ধরা দেয় কনকের হাতে। ২০১৮ সালের নভেম্বর মাসে ৬০০ গ্লাস কপালে রেখে গিনেস বুকে নাম লেখান তিনি। এর আগের রেকর্ডটি ছিল ইটালির রক্কমারকিওর ৫০০ গ্লাসের।

কনকের স্বপ্ন এখানেই থেমে নেই। তিনি এবার গড়তে চান আরও তিনটি বিশ্ব রেকর্ড। দুটি গিটারে এবং একটি ফুটবলে। তিনি এখন অনুশীলন করছেন কপালে ১৬ মিনিট গিটার রেখে এবং চিবুকে (থুতনি) ৫ মিনিটের বেশি গিটার রেখে রেকর্ড গড়তে। এর আগে কপালে গিটারের রেকর্ড আমেরিকার ফারমেনের। এ ছাড়া আরও অনুশীলন করছেন, মাথায় বল নিয়ে খুব অল্প সময়ে ১ মাইল পাড়ি দেওয়া।

সর্বশেষ খবর