বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বিমান বাহিনী প্রধানের ৭২ নম্বর পদাতিক ব্রিগেড পরিদর্শন

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি গতকাল রংপুর সেনানিবাস-এ অবস্থিত ৭২ নম্বর পদাতিক ব্রিগেড পরিদর্শন করেছেন। এদিন ছিল ব্রিগেডটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিমান বাহিনী প্রধান সেখানে পৌঁছলে ব্রিগেড কমান্ডার তাকে স্বাগত জানান। ৭২ পদাতিক ব্রিগেডে একটি চৌকস কন্টিনজেন্ট বিমান বাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শন শেষে বিমান বাহিনী প্রধান সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে জানান, ৭২ নম্বর ব্রিগেড পরিদর্শনে এসে তিনি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করেন। কারণ বাংলাদেশ বিমান বাহিনীর একজন কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা উইং কমান্ডার এম কে বাশার, বীরউত্তম, টিবিটি (পরবর্তীতে এয়ার ভাইস মার্শাল ও বিমান বাহিনী প্রধান) স্বাধীনতার পরবর্তী সময়ে এই ব্রিগেডটি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর বিমান বাহিনী প্রধান বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে লালমনিরহাটে অবস্থিত বিমান বাহিনীর যোগাযোগ ও রক্ষণাবেক্ষণ ইউনিটে যান। আইএসপিআর।

সর্বশেষ খবর