Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
সিনেটেও ট্রাম্পের জরুরি অবস্থা প্রত্যাখ্যান সিনেটেও ট্রাম্পের জরুরি অবস্থা প্রত্যাখ্যান

মার্কিন সিনেট ৫৭-৪১ ভোটে প্রেসিডেন্ট ট্রাম্পের জরুরি অবস্থা ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে। মেক্সিকোর সঙ্গে তার প্রস্তাবিত দেয়ালের জন্য কংগ্রেসকে পাশ কাটিয়ে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ১৫ ফেব্রুয়ারি তিনি এই জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। এই সিদ্ধান্ত অশাসনতান্ত্রিক, মার্কিন শাসনতন্ত্রে আইন পরিষদ ও নির্বাহী শাখার মধ্যে যে কর্মবিভক্তি নির্ধারিত আছে, ট্রাম্পের এ ঘোষণা তার পরিপন্থী- এই যুক্তিতে সব ডেমোক্র্যাটিক সিনেট সদস্যের সঙ্গে ১২ জন রিপাবলিকান সিনেটর বৃহস্পতিবার প্রস্তাবটির পক্ষে ভোট দেন।  এটি ছিল পরপর দ্বিতীয় দিনের মতো ট্রাম্পের অনুসৃত নীতি প্রত্যাখ্যান করে সিনেটের সিদ্ধান্ত। ট্রাম্প জানিয়েছেন, এই প্রস্তাবে তিনি ভেটো দেবেন। জরুরি অবস্থা প্রত্যাখ্যান করে প্রস্তাবটি সিনেটে গৃহীত হওয়া মাত্রই এক টুইটে তিনি বড় বড় অক্ষরে লিখে জানান, ‘ভেটো’। কেন ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন, তা ব্যাখ্যা…

সর্বশেষ খবর