শিরোনাম
রবিবার, ১৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

চিকিৎসা নয়, সেবার জন্য গর্ব করা উচিত

-ব্যারিস্টার রফিক-উল হক

নিজস্ব প্রতিবেদক

আদ্-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, ‘চিকিৎসা দিয়ে গর্ব নয়, বরং হাসপাতালে রোগীদের সেবা দেওয়ার জন্য গর্ব করা উচিত। আদ্-দ্বীন হাসপাতাল সেবার এক উন্মুক্ত দ্বার।’ হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তারদের সেবাধর্মী মনোভাব নিয়ে কাজ করতে হবে। গতকাল রাজধানীর পোস্তগোলায় আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালে ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগ বিভাগে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দীন, আদ্-দ্বীন ফাউন্ডেশনের মেডিকেল এডুকেশন অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স ডা. মো. আনোয়ার হোসেন মুন্সী, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আফিকুর রহমান, হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীরসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বহির্বিভাগের মাধ্যমে গর্ভবতী মায়েদের চেকআপ, স্বাভাবিক ডেলিভারি সেবাসহ স্ত্রীরোগ সংক্রান্ত অন্যান্য চিকিৎসা সেবা দেওয়া হবে। এক্ষেত্রে ভর্তি রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও থাকা-খাওয়ার খরচ হাসপাতাল বহন করবে। নামমাত্র মূল্যে রেজিস্ট্রেশন করে গর্ভবতী মায়েরা এ সেবা গ্রহণ করতে পারবেন।

সর্বশেষ খবর