শিরোনাম
রবিবার, ১৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

রাজধানীতে ফের ট্রাফিক সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে পঞ্চমবারের মতো আজ থেকে আবারও ট্রাফিক সপ্তাহ পালন করবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এটি চলবে ২৩ মার্চ পর্যন্ত। গতকাল ডিএমপির মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়েছে।

এবারের ট্রাফিক সপ্তাহে রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানবাহনের নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস, ইন্স্যুরেন্সসহ নানা কাগজপত্র ও মেয়াদ যাচাই-বাছাই করা হবে। ডিএমপি জানায়, ট্রাফিক সপ্তাহে পুলিশ, বিএনসিসি, গার্লস গাইড ও রোভার স্কাউট সদস্যরা ট্রাফিক সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক গাইড বুক প্রকাশ ও প্রচার, ট্রাফিক আইন সম্পর্কে ধারণা প্রদান, টার্মিনালে সভা-সমাবেশ, সচেতনতামূলক ভিডিও প্রদর্শন, লিফলেট, পোস্টার বিতরণ, পথচারীদের ফুটওভার ব্রিজ, আন্ডারপাস ও জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপারে উদ্বুদ্ধ করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর