রবিবার, ১৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

মুক্তিযোদ্ধাদের সম্মান দেন না মন্ত্রী : সফিউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীরউত্তম বলেছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মুক্তিযোদ্ধাদের তেমন সম্মান দেন না। বর্তমানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধিকাংশ কর্মকর্তাই অমুক্তিযোদ্ধা এবং অনেকে রাজাকার।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে একাত্তরের মুক্তিযোদ্ধা আয়োজিত মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও তাদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সফিউল্লাহ আরও বলেন, আমরা নামের জন্য মুক্তিযুদ্ধ করিনি। আমরা যদি অস্ত্র না ধরতাম তাহলে আজ পরিস্থিতি কী হতো তা জানি না। মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক  সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন অর রশিদ, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর