শনিবার, ২৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে আজ থেকে ‘বিডিআই-ইয়েল কনফারেন্স’

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যের ইয়েল ইউনিভার্সিটিতে ‘পরবর্তী ৩০ বছরের বাংলাদেশ : চ্যালেঞ্জ এবং সম্ভাবনা’ শীর্ষক তিন দিনের ‘বিডিআই-ইয়েল কনফারেন্স’ শুরু হচ্ছে। একদল মেধাবী পেশাজীবী প্রবাসীদের উদ্যোগে বাংলাদেশ সময় আজ শনিবার ভোর রাত থেকে শুরু হয়েছে এ কনফারেন্স। খবর : এনআরবি নিউজের।

এবারের কনফারেন্সে সহযোগী হিসেবে পাশে দাঁড়িয়েছে ইয়েল ইউনিভার্সিটির ম্যাকমিলন সেন্টারের সাউথ এশিয়ান স্টাডিজ কাউন্সিল। সম্মেলনে বাংলাদেশের অর্থনীতি, সুশাসন, শিক্ষা, পরিবেশ, স্বাস্থ্য, ব্যাংক-বীমা এবং নগরায়ণের ওপর গবেষণামূলক ৫০টি প্রবন্ধ উপস্থাপন করা হবে বলে বিডিআইয়ের পক্ষে ড. ফাইজুল ইসলাম জানিয়েছেন। যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন স্থানের খ্যাতনামা শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, বিজ্ঞানী, গবেষক, সুশীল সমাজের নেতা, এনজিও, নীতি-নির্ধারক, থিংক ট্যাংকের শীর্ষ কর্মকর্তারা এসব প্রবন্ধ তৈরি করে সম্মেলনের ব্যবস্থাপকদের কাছে জমা দিয়েছেন। সম্মেলনে বিষয়ভিত্তিক সেমিনার/আলোচনায় অংশ নিচ্ছেন ‘আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ’র প্রেসিডেন্ট ড. গোলাম মাতব্বর, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিয়ার রহমান, জাতিসংঘে সামাজিক এবং অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা ড. নজরুল ইসলাম, সিপিডির মোস্তাফিজুর রহমান, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ড. রেশমা হুসাম, নবেল উইমেন ইনিসিয়েটিভের শিরিন হক, বাংলাদেশ লিগ্যাল এইড সোসাইটির ব্যারিস্টার সারা হক, নিউইয়র্ক ইউনিভার্সিটির ড. দিনা সিদ্দিকী প্রমুখ।

সর্বশেষ খবর