শনিবার, ২৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

পুঁজিবাদ সব প্রাণীর শত্রু

---- অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী

সাংস্কৃতিক প্রতিবেদক

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, সারা বিশ্বে পুঁজিবাদ এখন ফ্যাসিবাদ আকার ধারণ করেছে। পুঁজিবাদ এখন মানুষ ও সব প্রাণীর শত্রু। এই পুঁজিবাদের ফ্যাসিবাদ থেকে বের হয়ে আসতে হলে অক্টোবর বিপ্লব থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। এর জন্য জ্ঞানের দরকার। যা আসবে ইতিহাস, দর্শন ও অভিজ্ঞতা থেকে। ঐক্য হতে হবে সমাজ বিপ্লবের জন্য। ব্যক্তি মালিকানা থেকে সামাজিক মালিকানায় পরিণত না হওয়া পর্যন্ত সংগ্রাম করতে হবে। আলোচনা সভায় তিনি এসব বলেন। গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।  অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ।

 আলোচক ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি প্রমুখ।

সর্বশেষ খবর