সোমবার, ২৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

প্রাথমিক বৃত্তি পেল ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক সমাপনী পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পাবে ৩৩ হাজার জন শিশু শিক্ষার্থী। এ ছাড়া ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে দেওয়া হবে সাধারণ কোটার বৃত্তি। গতকাল দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল- হোসেন।

মন্ত্রী জানান, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ২২৫ টাকা করে দেওয়া হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বৃত্তির টাকা দেওয়া হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট www.dpe.gov.bd  এই ঠিকানায় পাওয়া যাবে বলে জানানো হয়।

সর্বশেষ খবর