মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য দেওয়া বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এ আদেশের ফলে ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগে আর কোনো বাধা থাকল না বলে জানান সংশ্লিষ্ট আইনজীবী। ওই স্কুলের অভিভাবক ফোরামের সভাপতি একেএম খোরশেদ আলমের করা রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ইমদাদুল হক। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার শুনানি করেন। ভিকারুননিসার পক্ষে আইনজীবী ইউনুস আলী আকন্দ আদালতে উপস্থিত ছিলেন। পরে আল আমিন সরকার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ভিকারুননিসার অধ্যক্ষ নিয়োগের জন্য গত ৮ মার্চ দেওয়া বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছিল।

 তবে সরকারের যে আদেশের কথা উল্লেখ করে রিট আবেদন করা হয়েছে, সেটি অনেক আগেই অকার্যকর হয়ে গেছে। তাই আদালত রিট আবেদনটি খারিজ করেছে। ফলে ৮ মার্চের বিজ্ঞপ্তি অনুযায়ী অধ্যক্ষ নিয়োগে এখন আর কোনো বাধা নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর