মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা

গণহত্যার ঘটনাবলি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি মুক্তিযোদ্ধাদের

দেশে মুক্তিযোদ্ধা প্রজন্ম তৈরি করতে ১৯৭১ সালের ২৫ মার্চ সংঘটিত নৃশংস গণহত্যার ঘটনাবলি সব শ্রেণির পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। গতকাল ঢাকার গুলশানে গ্রিনল্যান্ড টাওয়ারে মুক্তিযোদ্ধা আলোচনা সভায় এই দাবি জানানো হয়। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আবদুল হাইয়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হারুন উর রসিদ, সফিকুল বাহার মজুমদার টিপু, আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতীক, আলহাজ শরীফ উদ্দীন, মাহমুদ পারভেজ জুয়েল প্রমুখ।

এদিকে, মহাখালীতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত গণহত্যা দিবস নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মৃতিচারণমূলক সভায় কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গাজী মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে একক বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহসচিব সফিকুল বাহার মজুমদার টিপু। বিজ্ঞপ্তি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর