মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা

শিশু ধর্ষণ উদ্বেগজনক হারে বেড়েছে

- --------কাজী রিয়াজুল হক

নিজস্ব প্রতিবেদক

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, শিশু ধর্ষণ, অপহরণ, নির্যাতন ও শিশু হত্যা উদ্বেগজনক হারে বেড়েছে। শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। গতকাল কমিশন কার্যালয়ে আয়োজিত ‘বঙ্গবন্ধুর জীবনদর্শন : জাতীয় শিশু দিবস’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন, মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য নজরুল ইসলাম, শিশু অধিকার ফোরামের পরিচালক আবদুস শহীদ ও সেভ দ্য চিলড্রেনের পরিচালক আবদুল্লাহ আল মামুন।

সভায় সভাপতির বক্তব্যে কাজী রিয়াজুল হক বলেন, শিশুশ্রম, শিশু নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার শিশুদের অধিকার সুরক্ষায় বেশকিছু পদক্ষেপ নেওয়ার পরও শিশুরা সহিংসতার শিকার হচ্ছে। শিশু নির্যাতন বন্ধে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর