বুধবার, ২৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ক্রাইস্টচার্চে নিহত দুই বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ গত রাতে দেশে আনা হয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাত ১০টা ২৫ মিনিটে লাশ দুটি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। যে দুজনের লাশ দেশে আনা হয়েছে তারা হলেন নারায়ণগঞ্জের ওমর ফারুক ও নরসিংদীর জাকারিয়া ভূঁইয়া। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা আনোয়ার খান জানান, সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাত ১০টা ২৫ মিনিটে লাশ দুটি ঢাকায় পৌঁছায়। নিহত ওমর ফারুকের ভগ্নিপতি সারোয়ার হোসেন রাতে বলেন, ‘লাশ বিমানবন্দরে পৌঁছেছে। আমরা লাশ গ্রহণ করে নারায়ণগঞ্জের বন্দরে বাড়ির উদ্দেশে রওনা হব।’

নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে শেষজন অর্থাৎ চাঁদপুরের মোজাম্মেল হকের লাশ আজ ঢাকায় আনার কথা রয়েছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অনুবিভাগের এক কর্মকর্তা গতকাল এ তথ্য জানান।

১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে জুমার নামাজের সময় সন্ত্রাসী হামলায় ৫০ জন প্রাণ হারান। তার মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক। এ পাঁচ বাংলাদেশির মধ্যে গত শুক্রবার জুমার নামাজের পর সিলেটের হোসনে আরা আহমেদ ও কুড়িগ্রামের ড. আবদুস সামাদকে ক্রাইস্টচার্চে দাফন করা হয়েছে।

সর্বশেষ খবর