বুধবার, ২৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

পণ্য বহনে অনলাইন প্ল্যাটফর্ম ‘হেভি গাড়ি’

নিজস্ব প্রতিবেদক

অফিস বা বাড়ির বিভিন্ন পণ্য পরিবহন সহজ করতে চালু হয়েছে ‘হেভি গাড়ি’ প্লাটফর্ম। এটি বাণিজ্যিক যানবাহন ভাড়ার অনলাইন প্ল্যাটফর্ম। উবারের মতো নির্দিষ্ট গন্তব্য দিয়ে গাড়ির সিলেক্ট করলেই কত টাকা ভাড়া আসবে তা জানা যাবে। হেভি গাড়ির প্ল্যাটফর্মে আছে রিয়েল টাইম ট্রাকিং সুবিধা ও স্বচ্ছ মূল্য নীতিসহ ২৪ ঘণ্টা কাস্টমার কেয়ার সেবা।

হেভি গাড়ির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ আকরাম জানান, ঢাকা ও চট্টগ্রামে হেভি গাড়ি সেবা চালু হয়েছে। এখন, ঢাকার গুলশান ও চট্টগ্রামের আগ্রাবাদের অফিসে যানবাহন মালিকরা গাড়ি নিবন্ধন করতে পারবেন। হেভি গাড়ি (http://heavygari.com) এর ওয়েবসাইটে যানবাহন নিবন্ধন করা যাবে। হেভি গাড়ি অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে।

সর্বশেষ খবর