বুধবার, ২৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

রাজারবাগে শহীদদের প্রতি শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রথম বুলেটটি ছুড়েছিল রাজারবাগের সাহসী বীর পুলিশ। প্রতিরোধে শহীদ হন অনেক পুলিশ সদস্য। তাদের সম্মানে রাজারবাগে নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে মহান স্বাধীনতা দিবসে রাজারবাগে শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এসময় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক এর পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা জানান অতিরিক্ত আইজিপি রৌশন আরা বেগম।

এর আগে ডিএমপির একদল চৌকস পুলিশ সদস্য সশস্ত্র সালাম প্রদান করে। একই সঙ্গে বেজে উঠে বিউগলের করুণ সুর।

সর্বশেষ খবর