শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক স্থগিত

নয়াদিল্লি প্রতিনিধি

ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে। আগামী ৩১ মার্চ থেকে ১ এপ্রিল এই বৈঠক দিল্লিতে হওয়ার কথা ছিল। ভারত সরকারের তরফ থেকে গতকাল সকালে বাংলাদেশ সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যে, ‘অনিবার্য’ কারণে বৈঠক স্থগিত রাখা হলো। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সপ্তম দ্বিপক্ষীয় বৈঠকের জন্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। একটি সূত্র জানায়, রাজনাথ সিং লক্ষেèৗ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার পক্ষে এখন দিল্লিতে এসে বৈঠক করা সম্ভব নয়। তার অনুরোধেই এই বৈঠক ভারত সরকার স্থগিত করেছে। ভারতে লোকসভা পর্ব সম্পন্ন হলেই নতুন সরকার বৈঠক করবে। বৈঠকের সময় নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়েছিল। তবে দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলো নিজেদের মধ্যে সমন্বয় করে চলবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর