শনিবার, ৩০ মার্চ, ২০১৯ ০০:০০ টা

পাঁচ বছরে খোলা হবে আরও ১০০টি মিশন

---------- পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বিশ্বের অনেক দেশে বাংলাদেশের দূতাবাস বা কোনো মিশন নেই। ফলে সেসব দেশে থাকা বাংলাদেশিরা প্রয়োজনের সময় ভোগান্তি পোহান। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আগামী পাঁচ বছরে আরও ১০০টি মিশন খোলার পরিকল্পনা আমাদের রয়েছে। এ ছাড়া প্রবাসীদের জন্য প্রতিটি মিশনে ২৪ ঘণ্টার হটলাইন খোলা হচ্ছে। গতকাল সিলেট জেলা প্রেস ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, বাংলাদেশে অনেক মানুষ আছেন যারা উচ্চশিক্ষিত, কিন্তু বেকার। স্কিল না থাকায় তাদের চাকরি হয় না। সরকার ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের স্কিল বাড়ানোর জন্য ৫০০ মিলিয়ন ডলারের প্রজেক্ট গ্রহণ করছে। সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

সর্বশেষ খবর