রবিবার, ৩১ মার্চ, ২০১৯ ০০:০০ টা
জাপার সভায় বক্তারা

আগুনের কারণ খুঁজে বের করতে হবে

নিজস্ব প্রতিবেদক

একের পর এক অগ্নিকান্ডের ঘটনা দুর্ঘটনা নাকি নাশকতা তা খুঁজে বের করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির নেতারা। তারা বলেছেন, একের পর এক অগ্নিকান্ডের ঘটনায় হতাহত হচ্ছেন দেশের মানুষ। এসব অগ্নিকান্ডের ঘটনা নিছক কোনো দুর্ঘটনা নাকি সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে নাশকতা করা হচ্ছে তা সরকারকেই খুঁজে বের করতে হবে। গতকাল বনানীতে গুলশান থানা যুবসংহতি আয়োজিত এক কর্মীসমাবেশে বক্তারা একথা বলেন। আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয়। বক্তব্য রাখেন শফিউল্লাহ শফি কর্নেল (অব.) সাব্বির আহমেদ।

 জাকির হোসেন মৃধা, নাজিমউদ্দীন ভূঁইয়া, আনোয়ার হোসেন তোতা, নুরুল আলম নুরু প্রমুখ।

হাসিবুল ইসলাম জয় বলেন, ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের সরকারবিরোধীরা রাজপথে আন্দোলন করার মতো কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না। যদি কোনো চক্র ইস্যু তৈরি করার জন্য হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে থাকে তা হলে তাদের খুঁজে আইনের আওতায় আনতে হবে। আর যদি আগুনের পেছনে সরকারি প্রতিষ্ঠানগুলোর অনিয়ম থেকে থাকে তাও খুঁজে বের করতে হবে।

সর্বশেষ খবর