রবিবার, ৩১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

পঁচাত্তরের ষড়যন্ত্র উদ্্ঘাটনে কমিশন দরকার : নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পঁচাত্তরে জাতির পিতার হত্যাকান্ডের পেছনের ষড়যন্ত্র উদ্্ঘাটনে কমিশন গঠন করা দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘পঁচাত্তরে জাতির পিতাকে হত্যার পেছনে যে ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র কীভাবে উদ্্ঘাটন করা যায়, ইতিমধ্যে তার জন্য একটি কমিশন গঠনের দাবি উঠেছে। আমরা আশা করি, এ বিষয়ে অবশ্যই বাংলাদেশ একটি পদক্ষেপ গ্রহণ করবে। গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়কদ্বীপে সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি আয়োজিত ‘একাত্তরের অগ্নিঝরা মার্চের উত্তাল দিনগুলোর স্মৃতিকথা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের নেতা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীন বাংলা বেতার শিল্পী রফিকুল আলম, আবৃত্তিশিল্পী আশরাফুল আলম প্রমুখ।

সর্বশেষ খবর