রবিবার, ৩১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

‘সন্ত্রাস ও দুর্নীতিতে জনগণ অসহায়’

নিজস্ব প্রতিবেদক

বার বার গ্যাসের মূল্য বৃদ্ধি করে সরকার মানুষের রক্ত চুষে নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) নেতৃত্বাধীন সাত দলীয় জোটের চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন। তিনি বলেন, সরকার মুখে এককথা বলে অন্তরে অন্যটা। সন্ত্রাস ও দুর্নীতিতে দেশের সাধারণ জনগণ আজ অসহায়। নারী শিশু নির্যাতন কোনোক্রমেই রোধ করা যাচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশাহারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে নানা দাবিতে গণমিছিল পূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি। এ সময় জোটের নেতারা বক্তব্য রাখেন।

ফিরোজ মোহাম্মদ লিটন আরও বলেন, সন্ত্রাস ও দুর্নীতি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করতে হবে। ভোটাধিকার দিতে হবে। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সর্বস্তরের শ্রমিকদের অবসরকালীন ভাতা প্রদান করতে হবে। প্রত্যেক রাজনৈতিক দল ও নাগরিকের রাজনৈতিক ও নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার দিতে হবে।

সর্বশেষ খবর