মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

জান্নাতে যেতে হলে নবীর তরিকা অনুসরণ করতে হবে : আহমাদ শফী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমাদ শফী বলেছেন, মহান সৃষ্টিকর্তা দুনিয়া-আখেরাত, জান্নাত-জাহান্নাম সৃষ্টি করেছেন মুসলমানদের জন্য। আর কাফেরদের সৃষ্টি করেছেন মুসলমানদের খেদমত করার জন্য। আর জান্নাতে যেতে হলে নবী করিম (সা.)-এর তরিকা অনুসরণ করে আল্লাহর নির্দেশ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যার ঘরে আলেম-ওলেমা রয়েছে সে ঘরের বা বংশের প্রায় ১০ জনকে নিয়ে ওই আলেম-ওলেমা জান্নাতে প্রবেশ করবে। তাই প্রতি ঘরেই আলেম-ওলেমা তৈরির জন্য সন্তানদের মদ্রাসায় শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। গতকাল দুপুরে বন্দরের মাহমুদ নগরে জামেয়া হাজী শাহজাদী বাইতুল কুরআন মাদ্রাসায় শিক্ষার্থীদের দস্তরবন্দী উপলক্ষে ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলহাজ আবদুস সালামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব আবদুল কুদ্দুস, মাওলানা আবদুল কাদির, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মাওলানা কামাল উদ্দিন দায়েমী, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা ছগির আহমাদ, মুফতি আবু ইউসুফ আল-মাদানী প্রমুখ। আহমাদ শফী ছাত্রদের পাগড়ি পরিয়ে দেন এবং দোয়া করেন। তিনি চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে দুপুর দেড়টায় বন্দরে আসেন এবং আলোচনা শেষে সাড়ে ৩টায় তিনি পুনরায় হেলিকপ্টারে করে চট্টগ্রাম চলে যান।

সর্বশেষ খবর