মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
মানববন্ধনে দাবি আলটিমেটাম

আইনজীবীর উপস্থিতির আদেশ তুলে নিন

নিজস্ব প্রতিবেদক

উচ্চ আদালতে যে কোনো আবেদন বা হলফনামা জমা দেওয়ার সময় এফিডেভিট কমিশনারের সামনে আইনজীবীকে উপস্থিত থাকার আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে আইনজীবীরা। এক সপ্তাহের মধ্যে এ সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আদালত বর্জনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। গতকাল সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রধান ফটকের সামনে আয়োজিদ মানববন্ধনে এমন হুঁশিয়ারি দেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। এ সময় সুপ্রিম কোর্টে দুই শতাধিক আইনজীবী মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধনে মেহেদী বলেন, উচ্চ আদালতে যে কোনো আবেদন বা হলফনামা আদালতে দাখিলের জন্য এতদিন আইনজীবী সহকারীরাই এফিডেভিট কমিশনারের কাছে যেতেন। কিন্তু সম্প্রতি হাই কোর্টের একটি বেঞ্চ কমিশনারের সামনে আইনজীবীকে সশরীরে উপস্থিত থাকতে মৌখিকভাবে আদেশ দিয়েছেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 প্রধান বিচারপতির প্রতি আলটিমেটাম দিয়ে তিনি বলেন, আমরা এক সপ্তাহ সময় দিচ্ছি, এই সময়ের মধ্যে হাই কোর্টের ওই সংশ্লিষ্ট বেঞ্চ যদি তাদের সিদ্ধান্ত প্রত্যাহার না করে, তাহলে আপিল বিভাগসহ উচ্চ আদালতের সব কোর্ট বর্জন করা হবে।

সর্বশেষ খবর