বুধবার, ৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

অগ্নিনিরাপত্তা পরীক্ষায় ১০ টিম

---------------------- মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘গার্মেন্টস সেক্টরের মতোই নগরীর সব ভবনকে ব্যবহার-উপযোগী নিরাপদ করে ছাড়ব। আমরা সবাই মিলে যেখানে নিরাপদ গার্মেন্টস গড়তে পেরেছি, ঠিক তেমনি সিটি করপোরেশনকেও গড়তে পারব। এজন্য আগামী শনিবার থেকেই ডিএনসিসির পক্ষ থেকে প্রতিটি ভবনের অগ্নিনিরাপত্তা পরীক্ষা করতে বিভিন্ন সংস্থার সমন্বয়ে ১০টি টিম মাঠে নামবে। একই সঙ্গে নগরবাসীর অগ্নিনিরাপত্তাসহ সব ধরনের নিরাপত্তাসংশ্লিষ্ট অভিযোগ শোনার জন্য প্রতিটি জোন অফিসের সামনে অভিযোগ বক্স ও নির্দিষ্ট নম্বর চালু থাকবে।’ গতকাল দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘অগ্নিঝুঁকিতে রাজধানী : সিটি করপোরেশনের ভূমিকা ও নাগরিকদের করণীয়’ শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র।

সংগঠনের সভাপতি মশিউর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সহসভাপতি শফিকুল ইসলাম শামীম, যুগ্মসাধারণ সম্পাদক লাইজুল ইসলাম, ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিক বিন ইউসুফ এবং সংগঠনের সব সদস্যসহ দেড় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে মেয়র সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সর্বশেষ খবর