বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

পবিত্র শবেমেরাজ পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর ঊর্ধ্বাকাশ ভ্রমণ ও মহান আল্লাহর দিদার লাভের মহিমান্বিত দিন হিসেবে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বাংলাদেশেও পালিত হয়েছে পবিত্র শবেমেরাজ। গতকাল ২৬ রজব ছিল পবিত্র মেরাজের রজনী। রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, মহাখালীর মসজিদে গাউসুল আজম, গুলশান কেন্দ্রীয় মসজিদ, নারিন্দা দরবার শরিফ, আজিমপুর দায়রা শরিফ, চট্টগ্রামের কাগতিয়া দরবার শরিফসহ দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, খানকা, দরবার, ধর্মীয়-সামাজিক, রাজনৈতিক দল ও সংগঠন এ উপলক্ষে আলোচনা সভা, ওয়াজ, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালন করেছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে রোনাজারি, মুসলিম উম্মাহসহ বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে মুসল্লিদের বিশেষ ইবাদত-বন্দেগির জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদ গতকাল সারা রাত উন্মুক্ত রাখা হয়।

রাজধানীর মহাখালী গাউসুল আজম মসজিদেও রাতভর ওয়াজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার, নফল ইবাদত-বন্দেগি, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া সারা দেশে মুসল্লিরা গত রাতে কোরআন তিলাওয়াত, জিকির-আজকার, মিলাদ, কবর জিয়ারত, দোয়া প্রভৃতি নফল ইবাদতের মাধ্যমে পালন করেন। এ উপলক্ষে অনেকে গতকাল নফল রোজাও রাখেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর