বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সংসদের দ্বিতীয় অধিবেশন ২৪ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল বিকাল ৫টায় একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হবে। জুনে বাজেট অধিবেশন বসবে। তার আগে এই দ্বিতীয় অধিবেশন আহ্বান করা হয়েছে। তাই এ অধিবেশনটি হবে নিয়ম রক্ষার। সূত্র জানান, দ্বিতীয় অধিবেশনটি সর্বোচ্চ পাঁচ দিন চলতে পারে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন ডেকেছেন। ৩০ জানুয়ারি শুরু হয়ে একাদশ সংসদের প্রথম অধিবেশন শেষ হয় ১১ মার্চ।

সর্বশেষ খবর