বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সেই খুনিদের দেশে এনে শাস্তি প্রদানের দাবি

বঙ্গবন্ধু ও জেলখানায় জাতীয় চার নেতা হত্যা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামিসহ, পলাতক যুদ্ধাপরাধীদের দেশে এনে শাস্তির দাবিতে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধারা। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হারুন উর রশীদ, নির্বাহী চেয়ারম্যান বিএলএফ মুজিব বাহিনীর যুদ্ধকালীন কমান্ডার মো. আবদুল হাই, মহাসচিব প্রশাসন সফিকুল বাহার মজুদার টিপু, মহাসচিব অর্থ ও পরিকল্পনা আলহাজ শরীফ উদ্দিন, আনোয়ার হোসেন পাহাড়ি বীরপ্রতীক প্রমুখ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি গ্রহণ করে বলেন, যেকোনো মূল্যেই হোক পলাতক খুনিদের দেশে ফেরত এনে রায় কার্যকরের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর