বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

এফিডেভিট জটিলতা নিরসনের আশ্বাস প্রধান বিচারপতির

নিজস্ব প্রতিবেদক

উচ্চ আদালতে আবেদন দাখিলের সময় এফিডেভিট কমিশনারের সামনে আইনজীবীকে উপস্থিত থাকতে হবে দেওয়া আদেশটি প্রত্যাহারের দাবি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন আইনজীবীরা। গতকাল সাধারণ আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদীর নেতৃত্বে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এ সময় প্রধান বিচারপতি বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ড. মেহেদী।

মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, উচ্চ আদালতে যে কোনো আবেদন বা হলফনামা আদালতে দাখিলের জন্য এতদিন আইনজীবী সহকারীরাই এফিডেভিট কমিশনারের কাছে যেতেন। কিন্তু সম্প্রতি হাই কোর্টের একটি বেঞ্চ কমিশনারের সামনে আইনজীবীকে স্বশরীরে উপস্থিত থাকতে মৌখিক আদেশ দিয়েছেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। তার ধারাবাহিকতায় প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

সর্বশেষ খবর