বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

হলি আর্টিজান মামলার সাক্ষ্য ৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৯ এপ্রিল দিন ধার্য করেছে আদালত। গতকাল ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান নতুন দিন এ ধার্য করেন। গতকাল ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন গিয়াস উদ্দিন ও মতিয়ার রহমান। গিয়াস উদ্দিনের বারিধারা বাসায় জঙ্গিরা ভাড়া থাকতেন। আর মতিয়ার জঙ্গি তানভীর কাদেরের প্রতিবেশী ছিলেন। অন্যদিকে আসামি রাকিবুল হাসান রিগানের চিকিৎসা চেয়ে আবেদন করেন তার আইনজীবী ফারুক আহম্মদ। শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী তার চিকিৎসার জন্য নির্দেশ দেয়। এ ছাড়া আসামি আসলাম হোসেন সরদার কারাবিধি অনুযায়ী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এইচএসসিতে ও আসামি শরিফুল ইসলাম খালেদ অনার্সে ভর্তির আবেদন করলে সে বিষয়ে আদেশ পরে দেবে।

বলে জানায় আদালত।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজানে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তখন তাদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হন। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় মামলা করে পুলিশ। ২০১৮ সালের ২৬ নভেম্বর আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সর্বশেষ খবর