শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সিঙ্গাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলন পর্যবেক্ষণ করলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সিঙ্গাপুর সফরকালে গতকাল যৌথ দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলনের চূড়ান্ত দিনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। আইএসপিআর জানায়, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের যৌথ সমন্বয়ে সিঙ্গাপুরের রিজনাল হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টারের সঙ্গে ২৫টি দেশ ও ১৫টি আন্তর্জাতিক এনজিওর অংশগ্রহণে চার দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনাসংক্রান্ত অনুশীলন ১ এপ্রিল শুরু হয়। বাংলাদেশের সেনা, নৌ, বিমান বাহিনীসহ বেসামরিক কয়েকটি প্রতিষ্ঠানের ৪১ জন সদস্য এতে অংশ নেন। উল্লেখ্য, দেশের বাইরে এবারই প্রথম বাংলাদেশ এ ধরনের দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলনে সহযোগী আয়োজকের ভূমিকা পালন করছে।

সেনাবাহিনী প্রধান একই দিনে সিঙ্গাপুরের চিফ অব ডিফেন্স ফোর্সেস লেফটেন্যান্ট জেনারেল মেলভিন অংয়ের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

সর্বশেষ খবর