শিরোনাম
শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

মুভমেন্ট ডিজঅর্ডারের ওপর আন্তর্জাতিক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

মুভমেন্ট ডিজঅর্ডারের ওপর তৃতীয় আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোম ও মঙ্গলবার ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউড অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল ও চট্টগ্রামের একটি হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউড অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল। মুভমেন্ট ডিজঅর্ডার পৃথিবীর স্নায়ুজনিত রোগগুলোর অন্যতম। যে কোনো বয়সের নারী-পুরুষ এ রোগে আক্রান্ত হতে পারে। সচেতনতা বৃদ্ধি ও অধিকতর দক্ষতা অর্জনের লক্ষ্যে এ কর্মশালাটি আয়োজন করা হয়। এতে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পারকিনসননিজম অ্যান্ড রিলেটেড ডিজঅর্ডারের সভাপতি অধ্যাপক ড্যানিয়েল স্ট্রং মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। দেশের পাঁচ শতাধিক বিশেষজ্ঞ কর্মশালায় অংশ নেন।

সর্বশেষ খবর