শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

দায়িত্ব নিয়েছে সুপ্রিম কোর্ট বারের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির    (সুপ্রিম কোর্ট বার) ২০১৯-২০ সেশনের নতুন কমিটি দায়িত্ব নিয়েছে। গতকাল বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটিকে ফুল দিয়ে দায়িত্ব হস্তান্তর করেছেন বিদায়ী কমিটির নেতারা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সভাপত্বি করেন বিদায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সভায় নবনির্বাচিত সভাপতি এ এম আমিন উদ্দিন ও টানা সপ্তমবারের মতো নির্বাচিত সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ নতুন কমিটির সবাই উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাবেক ও বর্তমান কমিটির সব নেতা।

 অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে নবনির্বাচিত সভাপতি এ এম আমিন উদ্দিন বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আমাকে নির্বাচিত করায় সব আইনজীবীর কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। বিশেষ করে আমরা নতুন বহুতল ভবন তৈরি করার সময় নারী আইনজীবীদের কক্ষ, বিশ্রামাগার (কমন রুম) এবং অন্যান্য ব্যবস্থা গুরুত্বসহকারে দেখব। আগামী বছর যেন আপনাদের ভালোবাসাসহ বিদায় নিতে পারি সেই দোয়া চাই।

অনুষ্ঠানে নতুন কমিটির সহ-সভাপতি আবদুল বাতেন, কোষাধ্যক্ষ মো. ইমাম উদ্দিন, সহ-সম্পাদক কাজী শামছুল হাসান শুভ, শরিফ ইউ আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য আফিফা আফরোজ, মো. শামিম সরদার, চঞ্চল কুমার চৌধুরী, কাজী আক্তার হোসেন, রাশিদা আলিম ঐশী, মো. ওসমান চৌধুরী এবং সৈয়দা শাহিন আরা লাইলী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর