রবিবার, ৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরা ও মেঘনা সিমেন্ট মিয়ানমারে রপ্তানির প্রক্রিয়া চলছে

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা গ্রুপের কোম্পানি সেক্রেটারি নাসিমুল হাই বলেছেন, মেঘনা সিমেন্ট ‘এ’ ক্যাটাগরিতে আছে। আর দেশের আলোচিত পদ্মা সেতুসহ বৃহৎ সরকারি প্রকল্পগুলোতে বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা সিমেন্ট ও মেঘনা সিমেন্ট মিয়ানমারে রপ্তানির প্রক্রিয়া চলছে। তিনি বলেন, উন্নত প্রযুক্তিতে বসুন্ধরা ও মেঘনা সিমেন্ট তৈরি হচ্ছে। গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচক আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারে ক্যাপিটাল মার্কেট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউর রহমান, ক্রাউন সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ খান, জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক আবু বকর সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর