সোমবার, ৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নিউইয়র্কে কুইন্স কমিউনিটি বোর্ডে আরও ৯ বাংলাদেশি

প্রতিদিন ডেস্ক

নিউইয়র্ক সিটির কুইন্স বরো প্রেসিডেন্ট কর্তৃক ২০১৯-২০২১ মেয়াদের জন্য বিভিন্ন কমিউনিটি বোর্ডে ৩৪৫ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে ৭৭ জন নতুন। বেশ  কয়েকজন বাংলাদেশিও রয়েছেন এ তালিকায়। মার্কিন রাজনীতিতে উত্থানের ক্ষেত্রে এটি হচ্ছে অন্যতম অবলম্বন। তৃণমূলের মানুষের সঙ্গে কাজের সুযোগ সৃষ্টি করে কমিউনিটি বোর্ড অর্থাৎ এ দায়িত্বে যারা সঠিকভাবে মনোনিবেশ করেন তারাই অনেক ওপরে উঠতে সক্ষম হয়েছেন। এনআরবি নিউজ। বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজের অফিস থেকে ৪ এপ্রিল প্রাপ্ত তথ্য অনুযায়ী বিভিন্ন কমিউনিটি বোর্ডে বাংলাদেশিদের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী ও আবদুর রহিম হাওলাদার (কমিউনিটি বোর্ড-৩), জুয়েল চৌধুরী ও বদরুন্নাহার খান মিতা (কমিউনিটি বোর্ড-২), রুবি মোহাম্মদ (কমিউনিটি বোর্ড-৪), বেলাল সেলিম (কমিউনিটি বোর্ড-৭), মোহাম্মদ রহমান (কমিউনিটি বোর্ড-৮), এনওয়াই ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ নেওয়াজ এবং মোহাম্মদ আলী (কমিউনিটি বোর্ড-১২)। নবনিযুক্ত কমিউনিটি বোর্ড মেম্বারদের সম্মানে ৪ এপ্রিল সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী। কমিউনিটি লিডার ফাহাদ সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অ্যাটর্নি মঈন বলেন, কমিউনিটি বোর্ড হচ্ছে সিঁড়ি। এ বোর্ডে যারা ভালোভাবে কাজ করবেন তাদেরই ভাগ্য প্রসন্ন হবে সিটি কাউন্সিল, স্টেট অ্যাসেম্বলি, স্টেট সিনেটরের পথ ধরে কংগ্রেসে যাওয়ার।

যারা এ দায়িত্ব পেয়েছেন তাদের অভিনন্দন জানাচ্ছি। এতে আরও বক্তব্য রাখেন ডেমোক্র্যাটিক পার্টির সংগঠক ও বাংলাদেশ সোসাইটির সাবেক সেক্রেটারি ফখরুল আলম, ডা. ওয়াজেদ এ খান, লুৎফর রহমান লাতু, আসেফ বারী টুটুল, আহসান হাবীব, মাহফুজুর রহমান, আবু তাহের, জয় চৌধুরী, হাকিকুল ইসলাম খোকন, খন্দকার ফরহাদ ও নুরুল হাসান প্রমুখ।

 

সর্বশেষ খবর