মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

খালেদার মুক্তি নিয়ে নিষ্ঠুর তামাশা হচ্ছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা নিয়ে সরকার ‘নিষ্ঠুর তামাশা’ করছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের বক্তব্য বিপরীতধর্মী। এতে বোঝা যায়, তারা বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা নিয়ে নিষ্ঠুর তামাশা করছেন।

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য গত ১ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৬২১ নম্বর কেবিনে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রিজভী বলেন, ‘নেত্রীকে সাজানো মিথ্যা মামলায় সাজা দিয়ে এক বছরের বেশি সময় বন্দী করে রাখা হয়েছে। জামিন পাওয়া তার নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার। যে মিথ্যা মামলায় তাকে জোর করে সাজা দেওয়া হয়েছে, সেই মামলায় অন্য ব্যক্তিরা সবাই জামিনে রয়েছেন। আদালতের ওপর প্রভাব খাটিয়ে শুধু তাকে জামিন দেওয়া হচ্ছে না।’

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, অধ্যাপিকা শাহিদা রফিক, কেন্দ্রীয় নেতা মুনির হোসেন, আবদুল আউয়াল খান, কৃষক দলের ভিপি ইব্রাহিম, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘উচ্চতর আদালতে যখন নেত্রীর জামিনের বিষয়টি যাচ্ছে তখনই অ্যাটর্নি  জেনারেল গিয়ে বাধা দিচ্ছেন। মিথ্যা ও সাজানো মামলায় তাকে কারাগারে বন্দী রাখতে এই অ্যাটর্নি জেনারেল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

বিএনপির কারও বিরুদ্ধে একটি মিথ্যা মামলাও দেওয়া হয়নি বলে  গত ৫ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানান রুহুল কবির রিজভী। বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে সারা দেশে ১ লাখের বেশি মিথ্যা মামলায় আসামি করা হয়েছে ২৫ লাখের বেশি। এর মধ্যে ২৫ হাজার গায়েবি মামলা।

কারাবন্দী মহানগর ঢাকা দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান  সোহেলকে ফাঁসির সেলে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রচণ্ড অসুস্থ অবস্থায় সে কাতরাচ্ছে। এর ওপর তাকে ফাঁসির সেলে রাখা শুধু অমানবিক নয়, তার মানবাধিকার হরণেরও শামিল।’

সর্বশেষ খবর