শিরোনাম
শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নিহত ভোট কর্মকর্তার পরিবারকে ১০ লাখ টাকা দেবে ইসি

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এ পর্যন্ত নিহত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান। সচিব বলেন, আমরা বাঘাইছড়িতে গিয়ে নিহতদের প্রত্যেক পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা করে দিয়েছি। এটা অপ্রতুল মনে করে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে যে, এখন থেকে তাদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া দুর্ঘটনা বা অন্যকোনো কারণে যেসব ভোটগ্রহণ কর্মকর্তারা শারীরিকভাবে অক্ষম হয়েছেন, তাদের সর্বোচ্চ ৪ লাখ টাকা এবং যদি কারও অঙ্গহানি হয় বা গুরুতর আহত হয়, তাদের সর্বোচ্চ ২ লাখ টাকা দেওয়া হবে বলেও জানান তিনি। তিনি বলেন, নারায়ণগঞ্জে কালবৈশাখী ঝড়ে  নৌকা ডুবিতে তিনজন মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবার অতিরিক্ত আরও সাড়ে ৪ লাখ টাকা করে পাবে। 

সর্বশেষ খবর