শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

মঙ্গল শোভাযাত্রায় ফুটে উঠবে বিপন্ন কর্ণফুলী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পয়লা বৈশাখ অনুষ্ঠেয় মঙ্গল শোভাযাত্রা এবার ৩৫ বছরে পা দিচ্ছে। এবারের শোভাযাত্রায় তুলে ধরা হচ্ছে বিপন্ন কর্ণফুলীকে। তাই বড় আকারের মাছ, নৌকা-সাম্পান, হরেক রঙের মুখোশসহ নানা প্রতিকৃতি নিয়ে চারুকলার সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ মঙ্গল শোভাযাত্রায় অংশ নেবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী বলেন, চট্টগ্রামের মঙ্গল শোভাযাত্রায় ফোকাস করা হচ্ছে বিপন্ন কর্ণফুলী। তাই এবারের শোভাযাত্রার থিম বিপন্ন কর্ণফুলী কেন্দ্রিক। শোভাযাত্রায় বিশালাকার সাম্পানসহ কর্ণফুলীর নানা ঐতিহ্য স্থান পাবে। এছাড়া কাপড় দিয়ে নদীর ঢেউ তৈরির পরিকল্পনা রয়েছে।

চট্টেশ্বরী রোডের চারুকলা ইনস্টিটিউটের ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, মঙ্গল শোভাযাত্রার সব প্রস্তুতি এখন প্রায় শেষ। সাম্পান, মাছ, ঘোড়া, হাতি এবং ময়ূরের শিল্প কাঠামো তৈরি প্রায় শেষের দিকে। পল্লীবধূর মুুখচ্ছবি, সাপুড়ে, কাকতাড়ুয়া, হরেক রকমের পাখি, হাতি, লক্ষ্মীপেঁচা, বিড়াল, বাঘসহ আরও অনেক কিছু তৈরির কাজ চলছে। টেবিলের ওপর চলছে পটচিত্র এবং জলরঙয়ের কাজ। চারুকলা বিভাগের শিক্ষার্থীরা সব কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের আহ্বায়ক আহমেদ ইকবাল হায়দার বলেন, ১৯৮৪ সালে চৈত্র মাসের শেষ দিনে স্বৈরশাসনের প্রতিবন্ধকতা পেরিয়ে ডিসি হিলের সামনে জড়ো হয়েছিল মানুষ। ঢাক-ঢোল বাজিয়ে, ব্যানার নিয়ে আমরা শোভাযাত্রা করেছিলাম। মাঝে কয়েক বছর অনিয়মিত হলেও এখন নিয়মিতভাবে বের হচ্ছে মঙ্গল শোভাযাত্রা।

সর্বশেষ খবর