রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

যোগাযোগ ও পাওয়ার ছাড়া শিল্পোন্নয়ন সম্ভব নয় : শিল্পমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন, যোগাযোগ ও পাওয়ার ছাড়া শিল্পোন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার সড়ক যোগাযোগের পাশাপাশি পরিবহন ব্যয় কমাতে নদীমাতৃক বাংলাদেশ হিসেবে নদী খনন, রেলওয়ে এবং আকাশপথকে আরও আধুনিকায়ন করছে। তিনি গতকাল সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার হেতেমদী থেকে সাগরদী বাজার সংযোগ সড়কের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। সড়ক ও জনপথ অধিদফতরের নির্মাণাধীন সাত কিলোমিটার দৈর্ঘ্যরে সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি ৫০ লাখ টাকা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের নরসিংদীর নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার, উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ হাসান, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায় প্রমুখ।

শিল্পমন্ত্রী আরও বলেন, আমাদের ব্লু ইকোনমি সমুদ্র বিজয় প্রচুর সম্ভাবনা নিয়ে আরেকটি বাংলাদেশ হয়ে যাচ্ছে। সেখানেও সরকারের বিশাল পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে। এ ছাড়া তিনি রামপুর স্কুল ও মনতলা সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন, ইসলামী ব্যাংকের খিদিরপুর এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন করেন এবং হাতিরদিয়া সা’দত আলী আদর্শ উচ্চবিদ্যালয়, সাগরদী এলকে ইউনিয়ন বহুমুখী উচ্চবিদ্যালয় ও খিদিরপুর উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর