রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নৌযান শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শ্রমিক নির্যাতন বন্ধসহ ১১ দফা দাবি আগামী ১৫ এপ্রিলের মধ্যে বাস্তবায়ন না হলে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য নৌযান ধর্মঘটের হুশিয়ারি দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। গতকাল দুপুর ১২টায় বরিশাল নদীবন্দরে এসব দাবিতে বিক্ষোভ মিছিল করে নৌযান শ্রমিক ফেডারেশন। মিছিলটি নদীবন্দর এলাকা প্রদক্ষিণ করে। পরে নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শেখ আবুল হাশেম মাস্টারের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন বন্ধ ও সন্ত্রাসীদের গ্রেফতার, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, জাহাজে কর্মরত নৌ শ্রমিকদের মালিক কর্তৃক বিনামূলে খাবারের ব্যবস্থা করা, কর্মস্থলে দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান, সমুদ্র ও রাত্রীকালীন ভাতা নির্ধারণ ইত্যাদি।

সমাবেশে শেখ আবুল হাশেম বলেন, ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর ১১ দফা দাবিতে দেশব্যাপী নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি ঘোষণা করা হয়েছিল। এরপর সরকার ও মালিক পক্ষ কয়েকটি সভা করে দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় কর্মসূচি স্থগিত করা হয়েছিল। কিন্তু গত ৬ মাসে দাবি বাস্তবায়ন হয়নি। দাবি আদায়ে আগামী ১৫ এপ্রিল দিবাগত রাত ১২টা ১ মিনিট পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর