রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নর্থ সাউথ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের অন্যরকম দিন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিসেস এই ক্লাবের প্রায় ১০০ জন সদস্য ‘অনুষঙ্গ’ শিরোনামে ১২ এপ্রিল বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে প্রবীণদের সঙ্গে একটি দিন কাটান। সংগঠনটির সদস্যরা বিভিন্ন ধরনের খেলাধুলা এবং সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সারাদিন বৃদ্ধাশ্রমের বয়োবৃদ্ধের সঙ্গে আনন্দঘন সময় অতিবাহিত করে। তারা বয়োবৃদ্ধদের সঙ্গে সময় অতিবাহিত করার মাধ্যমে তাদের সন্তান ও আপনজন ছেড়ে থাকার কষ্ট কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করে। বৃদ্ধাশ্রমের প্রায় ২২০ জন বয়োবৃদ্ধের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়াও বয়োবৃদ্ধের সঙ্গে জুমার নামাজ আদায় করে এবং একসঙ্গে দুপুরের আহার গ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এফেয়ার্সের ডিরেক্টর পারিসা সাকুর, সংগঠনের ফ্যাকাল্টি অ্যাডভাইজর মোফাসসল হোসাইন। এ আয়োজন নিয়ে সংগঠনটির প্রেসিডেন্ট তাসনিনা মম বলেন, ‘আমাদের এ উদ্যোগটি নেওয়ার মূল উদ্দেশ্য হলো সমাজে এই বার্তা দেওয়া যে, বাবা-মা ছেলেবেলায় আমাদের যেভাবে আদরযত্ন করে বড় করেন, ঠিক সেভাবেই আমাদেরও উচিত বৃদ্ধবয়সে তাদের দেখভাল করা। আমরা চাই সমাজের কোনো প্রবীণকে যেন বৃদ্ধাশ্রমে আর আসতে না হয়।’ বিজ্ঞপ্তি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর