শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বগুড়ায় বিএনপি নেতা হত্যায় ১০ জন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনের হত্যারহস্য উন্মোচন করেছে পুলিশ। এতে ১০ জন অংশ নিয়েছে। খুনের সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বগুড়া মোটরমালিক গ্রুপের নেতৃত্ব নিয়ে সৃষ্ট কোন্দলের জের ধরেই খুন হয়েছেন শাহীন। গ্রেফতাররা হলেন- বগুড়া শহরের নিশিন্দারার কালুর ছেলে পায়েল ও আবু তাহেরের ছেলে রাসেল। বগুড়া পুলিশ সুপারের কনফারেন্স রুমে গতকাল প্রেস ব্রিফিংয়ে বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া এ তথ্য জানান। আলী আশরাফ বলেন, ‘বগুড়া মোটরমালিক গ্রুপের নেতৃত্বের কোন্দলেই খুন হয়েছেন অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন। হত্যার কয়েক ঘণ্টা আগে সংগঠনের এক নেতার অফিসে গোপন বৈঠক হয়। ওই বৈঠক থেকে শাহীনকে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত হয়। পরিকল্পনা অনুযায়ী গত ১৪ এপ্রিল ওই নেতার ঘনিষ্ঠ সহযোগী এবং আরও একজন তাদের লোকজনকে খবর দেয় এবং চারটি মোটরসাইকেল নিয়ে উপশহর বাজারের দিকে যায়।  সেখানে শাহীন সদর উপজেলার নুনগোলা ইউপি চেয়ারম্যান আলিমুদ্দিন এবং মোটরমালিক সমিতির হিসাবরক্ষক বাপ্পির সঙ্গে গল্প করছিলেন। একপর্যায়ে শাহীন মোবাইলে কথা বলতে বলতে একটু সরে গেলে অপেক্ষারতরা তাকে উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে ফেলে দ্রুত সটকে পড়ে। শাহীনকে চেয়ারম্যান আলীম উদ্দিন ও বাপ্পি ইজিবাইকে করে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার রাসেল ও পায়েলকে বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ১৬ এপ্রিল শাহীনের স্ত্রী হত্যা মামলা করেন। 

সর্বশেষ খবর