শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

‘রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করবেন না’

পটুয়াখালী প্রতিনিধি

‘মৃত্যুর পর আমাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করবেন না।’ বেদনার্ত এক মুক্তিযোদ্ধা গতকাল সকালে পটুয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ আবেদন জানিয়েছেন। তাঁর নাম হাজী আবদুল আজিজ মল্লিক। বাড়ি মির্জাগঞ্জ উপজেলায়। একসময় তিনি ছিলেন দেউলি সুবিদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মুক্তিযোদ্ধা আজিজ মল্লিক জানান, দোকানঘর তোলার আশায় তিনি পূর্ব সুবিদখালী মৌজায় অনেক কষ্টে ৩১ শতক জমি কিনেছিলেন। বণ্টন মামলা চলার সময় পাশের স্কুল কর্তৃপক্ষ ছাত্রদের দিয়ে নির্মিত ঘরটি ভেঙে দেয়। জমি নিয়ে দুই দফা মামলা করে স্কুল কর্তৃপক্ষ। অন্যদিকে মান্নান খান নামে আরেক ব্যক্তির জমিতে টিনশেড মসজিদ তোলে স্কুল কর্তৃপক্ষ। ওই মসজিদকে স্থানীয় প্রশাসন মডেল মসজিদ করতে জমি হুকুমদখল করছে। এর ফলে তার জমির আয়তন কমে ২৪ দশমিক ৫০ শতাংশে দাঁড়িয়েছে। এ জমিও এখন বিপন্ন।

আজিজ মল্লিক বলেন, গরিব দোকানিদের স্বার্থ না দেখে মসজিদ নির্মাণের নামে তার ২ কোটি টাকা মূল্যের জমি জবরদখল করে তাকে সর্বস্বান্ত করার পাঁয়তারা করছে প্রশাসন। তিনি বলেন, ‘তাই এই প্রশাসনের কাছ থেকে আমার মৃত্যুর পরও কোনো সম্মান চাই না। সেজন্যই পরিবারের সম্মতিক্রমে ঘোষণা করছি- আমায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করবেন না।’

সর্বশেষ খবর