শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

আজ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে পঞ্চদশ শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা আজ ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত স্কুল ও স্কুল-২ পর্যায়ে এবং বিকাল ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে। এনটিআরসিএ সূত্র এসব তথ্য জানিয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সরকারি তিতুমীর কলেজে শিক্ষক নিবন্ধন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন। প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর এসব পর্যায়ে লিখিত পরীক্ষা নেওয়া হবে।

 স্কুল ও স্কুল-২ পর্যায়ে আগামী ২৬ জুলাই সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং কলেজ পর্যায়ে ২৭ জুলাই একই সময়ে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এনটিআরসিএ এবং টেলিটকের ওয়েবসাইট থেকে প্রার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

সর্বশেষ খবর