বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

টাঙ্গাইলে পাকিস্তানি কিশোরী ধর্ষণের প্রধান আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে পাকিস্তানি কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আল-আমিনকে (২০) গ্রেফতার করা হয়েছে। গতকাল ভোরে সিরাজগঞ্জ র‌্যাব-১২-এর সদস্যরা কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানার পঞ্চনগর গ্রামের একটি বাসায় অভিযান চালিয়ে আল- আমিনকে গ্রেফতার করেন।

র‌্যাব-১২ অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মোমেন জানান, টাঙ্গাইলের গোপালপুর থানার হুমায়ুন কবির পাকিস্তানে থাকাকালে সে দেশের নাগরিক নিলুফা ইয়াসমিনকে বিয়ে করেন। তাদের ঘরে একটি কন্যাসন্তান জন্মগ্রহণ করে। পাঁচ মাস আগে ওই পাকিস্তানি নারী তার ১৭ বছরের মেয়েকে নিয়ে ভাশুর আবুল হোসেনের বাড়িতে বেড়াতে আসেন। সেখানে থাকাকালে ভাশুরের ছেলে আল-আমিন তার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ অবস্থায় ১৬ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয়। এ সময় আল-আমিন ও তার তিন সহযোগী ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন আল-আমিন বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করে। পরে জামালপুরের সরিষাবাড়ী থানার মহিষাকান্দি থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে গোপালপুর থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র‌্যাব-১২-এর সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালান। গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২-এর সদস্যরা কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানার পঞ্চনগর থেকে প্রধান আসামি আল-আমিনকে গ্রেফতার করেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর