বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদফতর করার দাবি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে (বিআরডিবি) ‘বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদফতর’ করার দাবি জানিয়েছে বিআরডিবি কর্মচারী সংসদ। একই সঙ্গে আদালতের রায় অনুযায়ী প্রকল্পসহ বিভিন্ন কর্মসূচিতে কর্মরত জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর, বিআরডিবির অগ্রানোগ্রাম পুনর্গঠন এবং এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত রাজস্ব খাত থেকে সবাইকে শতভাগ বেতন প্রদানসহ সাত দফা দাবি জানানো হয়। ঈদুল ফিতরের আগে এসব দাবি মানা না হলে পরবর্তীতে গণঅনশন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিআরডিবির কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। এ সময় দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, কর্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, সহ-সভাপতি মোল্লা আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম, বিআরডিবি সিবিএর কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, কার্যকরী সভাপতি মো. মঞ্জুরুল হক, সহ-সভাপতি এম এ বারী, মো. আলী আজগর মোল্লা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর